ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৮ জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। বদলি করা ১৮ জন পুলিশ পরিদর্শক ডিএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে সোমবার (১২ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
বদলি পরিদর্শকদের মধ্যে আলোচিত যাত্রাবাড়ী থানার সাবেক ওসি বিএম ফরমান আলী, গুলশানের মাজহারুল ইসলাম, মতিঝিলের আবুল কালাম আজাদ, পল্টনের মনির হোসেন মোল্লা, শাহবাগের মোস্তাজিরুর রহমান ও পল্লবীর অপূর্ব হাসান রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
এসজেএ/আরবি