ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বিক্ষোভে গুলিবিদ্ধ জাবেদ নামে এক কারাবন্দি চিকিৎসাধীন মারা গেছে। তার বয়স ২৩ বছর।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের একটি ওয়ার্ডে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। সে মাথায় গুলিবিদ্ধ হয়েছিল।
হাসপাতালে জাবেদের বড় ভাই মো. মাইনুদ্দিন জানান, গত ৬আগস্ট কারাগারের ভিতরে আসামীরা বিক্ষোভ করেছিল। তখন জাবেদ গুলিবিদ্ধ হয়। সেদিনই রক্তাক্ত অবস্থায় কারারক্ষিরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তিনি আরো জানান, তাদের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার খাড়কি গ্রামে। ঢাকায় মোহাম্মদপুর নবীনগর হাউজিং ১৩নম্বর রোডে থাকতো। এবং চন্দ্রীমা উদ্যানে নিরাপত্তারক্ষীর কাজ করতো। চুরি ছিনতাই মামলায় গত এক মাস আগে কারাগারে যায়।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ১৩,২০২৪
এজেডএস/এমএম