ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পাহাড়ি সড়কের দেয়ালে অধিকার আদায়ের চিত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
পাহাড়ি সড়কের দেয়ালে অধিকার আদায়ের চিত্র

রাঙামাটি: ‘দেশ আমার, দায়িত্ব আমার, অধিকার আমার’, ‘আমরা নতুন বাংলাদেশ গড়ব, রুখে দাও ষড়যন্ত্র, -এমন নানা স্লোগান ও গ্রাফিতে সাজছে পার্বত্য জেলা রাঙামাটির দেয়ালগুলো। দল বেধে শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার কথা দেয়ালে দেয়ালে তুলির আঁচড়ে তুলে ধরছেন।

রাঙামাটি শহরের হ্যাপীর মোড়, কাঁঠালতলী, কোর্টবিল্ডিং, তবলছড়িসহ কয়েক কিলোমিটারজুড়ে দেয়ালগুলো গ্রাফিতিতে সেজেছে।

গত কয়েকদিন ধরে শত শত শিক্ষার্থী সকাল থেকে বিকেল পর্যন্ত দেয়াল পরিষ্কার করছে এবং গ্রাফিতি আঁকায় ব্যস্ত সময় পার করছেন।

গ্রাফিতি আঁকায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, নতুন স্বাধীনতার আনন্দ চিহ্ন দেয়ালে ফুটিয়ে তুলতেই দেয়াল রাঙানো হচ্ছে। নতুন বাংলাদেশের সঙ্গে আমরা নতুন রাঙামাটি গড়তে তাদের এ কর্মসূচির পরিধি আরও বাড়ানো হবে বলে জানান তারা।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।