ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

অদৃশ্য ক্ষমতাবলে এখনো স্বরাষ্ট্রের জনসংযোগের দায়িত্বে অপু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
অদৃশ্য ক্ষমতাবলে এখনো স্বরাষ্ট্রের জনসংযোগের দায়িত্বে অপু ফাইল ফটো

ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন জনসংযোগ কর্মকর্তা নিয়োগ দেওয়া হলেও অদৃশ্য ক্ষমতা বলে সাবেক জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু একই পদে দায়িত্ব পালন করছেন৷

বুধবার (১৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ তোলেন ভুক্তভোগী নতুন নিয়োগপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান।

এরআগে বুধবার সকালে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে সংযুক্ত করে অফিস আদেশ জারি করে তথ্য অধিদফতর৷

ফয়সল হাসান বলেন, তথ্য অধিদফতর থেকে অফিস আদেশ জারির পর নিয়ম অনুযায়ী আমি যোগদানপত্র জমা দিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে৷ তবে তিনি (শরীফ মাহমুদ অপু) তার সিট ছাড়েননি৷ নিয়ম অনুযায়ী দায়িত্ব পাওয়ার পর উপদেষ্টার কাছে অফিসিয়াল ক্লিপিংসগুলো আমার নিয়ে যাওয়ার কথা৷ কিন্তু তিনি সেটা আমাকে না দিয়ে নিজেই নিয়ে গেছেন৷  এ বিষয়ে আমি তাকে জিজ্ঞাসা করলে তিনি (অপু) বলেছেন ' উপদেষ্টা আমাকে নিয়ে যেতে বলেছেন'৷

এ বিষয়ে বাংলাদেশ বেতারের উপপরিচালক শরীফ মাহমুদ অপু বলেন, উপদেষ্টা মহোদয় আমাকে বলেছেন আপনি কাজ করেন৷ উনার সাথে কথা না বলে তো আমি যেতে পারিনা৷ সে (উপদেষ্টা) যদি আমাকে যেতে বলে তাহলে আমি চলে যাবো৷

অপুর বিরুদ্ধে অভিযোগ গণমাধ্যমকর্মীদের

শরীফ মাহমুদ অপুর বিরুদ্ধে অভিযোগ করছেন গণমাধ্যমকর্মীরাও৷ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গণমাধ্যমকর্মী বলেছন, অপু একটি সিন্ডিকেট পরিচালনা করতেন৷ প্রভাব বিস্তার করতেন সব জায়গাতেই৷ পেশাগত কাজে তাকে কল করা হলেও কখনোই পাওয়া যেত না৷ এছাড়া মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো কখনোই আন্তরিকতার সঙ্গে সেগুলো সরবরাহ করতেন না তিনি৷

এর আগে গত (৮ আগস্ট) বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে জনসংযোগ কর্মকর্তা হিসেবে সংযুক্তিতে কর্মরত বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তাদের সংযুক্তি প্রদানের আদেশ বাতিল করে তাদের নিজ দপ্তরে যোগদানের আদেশ দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়৷ তবে নিজ দপ্তরে যোগদানের আদেশ থাকলেও সে আদেশের বিপরীতে তাকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে (আনঅফিসিয়াল) দায়িত্ব পালন করতে দেখা গেছে৷

অন্য কয়েকজন পিআরও’র মতো বেতারের উপ-পরিচালক অপু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পিআরও’র দায়িত্ব পালন করায় তথ্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ রয়েছে।

রুলস অব বিজনেস অনুযায়ী তথ্য অধিদপ্তর এসব পদায়ন করে থাকে। সাধারণত পিএস, এপিএস মন্ত্রী বা উপদেষ্টার অভিপ্রায়ের পদ হলেও জনসংযোগ কর্মকর্তা ( পিআরও) তাদের অভিপ্রায়ের পদ নয়৷ সরকারের মন্ত্রণালয়/বিভাগগুলোর জনসংযোগ কাজটি একক ও স্বতন্ত্রভাবে তথ্য অধিদপ্তরের কাজ। অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোতে কার্যাবলী অংশে এটি সুনির্দিষ্ট করা আছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মবণ্টন (এলোকেশন অব বিজনেস) এর আওতায় এটি নির্ধারিত হয়েছে।

বিগত কয়েক বছর ধরে তথ্য ক্যাডার বাদ দিয়ে বেতারের কর্মকর্তারা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জনসংযোগ কর্মকর্তা নিয়োজিত থাকায় তথ্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সম্প্রতি একজন উপদেষ্টার দপ্তরে নিয়োগ পাওয়ার জন্য বেতারের এক কর্মকর্তার প্রচেষ্টায়ও তারা ক্ষোভ প্রকাশ করেন।

তথ্য ক্যাডারের কর্মকর্তারা বলছেন, বেতারের কর্মকর্তাদের জনসংযোগের দায়িত্ব নয়। সবগুলো মন্ত্রণালয়ে পিআরও দেওয়ার মতো যথেষ্ট অফিসার তথ্য ক্যাডারে রয়েছে এবং অর্গানোগ্রামেও উল্লেখ আছে। অর্গানোগ্রামে সংশি। লষ্ট শাখার নাম মিনিস্ট্রিয়াল পাবলিসিটি। আর পিআরও নিয়োগের দায়িত্ব সম্পূর্ণ পিআইডির।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
জিসিজি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।