ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরে বিক্ষুব্ধ মানুষের রোষানলের শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। ভাঙচুর করা হয় বাহিনীটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও থানা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে একবার বার্তায় থানার অপারেশনাল কার্যক্রমের হালনাগাদ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, দেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে সব থানার অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ১১০টি ও জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের ২৪টি থানার অপারেশনাল কার্যক্রমও শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
এমএমআই/আরআইএস