ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

এস আলম পরিবারের সবার ব্যাংক হিসাব তলব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
এস আলম পরিবারের সবার ব্যাংক হিসাব তলব

ঢাকা: মোহাম্মদ সাইফুল আলম মাসুদ (এস আলম) ও তার পরিবারের সবার ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এই পরিবারের সদস্যদের আওতায় ৯১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান রয়েছে।

সবগুলোরই হিসাব চেয়েছে এনবিআর।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) এনবিআরের আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল-১৫ থেকে এ–সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে।

কর অঞ্চল-১৫ সূত্রে জানা গেছে, এস আলমের স্ত্রী ফারজানা পারভীন, মা চেমন আরা বেগম ও ভাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। পাশাপাশি তাদের বাবা-মা, স্ত্রী, ছেলে-মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

এস আলম পরিবারের সব সদস্যদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্যও চেয়েছে এনবিআর।

কর অঞ্চল-১৫ এস আলমের অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবেরও তথ্য চেয়েছে বলে জানা গেছে।

এনবিআর সূত্রটি জানায়, শিল্প গ্রুপটির বিরুদ্ধে ব্যাংক দখল, অর্থপাচারসহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে। এ জন্যই এস আলম ও তার পরিবারের সদস্যদের কর নথির সঙ্গে বাস্তব সম্পদের তথ্য যাচাই–বাছাই করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
জেডএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।