ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে সরকারি অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
ফেনীতে সরকারি অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

ফেনী: ফেনীতে সরকারি অস্ত্রসহ মো. রুবেল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোরে শহরের রামপুর শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাহার মিয়ার ছেলে।  

এ সময় তার কাছ থেকে একটি ৯ এম এম পিস্তল, দুটি ম্যাগজিনে ভরা ও ১৩টি গুলি উদ্ধার করা হয়।  

এ ঘটনায় ফেনী মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) মো. রেজওয়ানুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, বৃহস্পতিবার ভোরে ফেনী শহরের রামপুর শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে এক ব্যক্তি অবৈধ অস্ত্র বিক্রির উদ্দেশে অবস্থান করছেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে অবস্থান নেয়।  

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ধাওয়া দিয়ে মো. রুবেল নামে ওই যুবককে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় একটি নাইন এম এম পিস্তল ও দুটি ম্যাগজিন ভর্তি ১৩টি গুলি উদ্ধার করা হয়। পুলিশ পরীক্ষা-নিরীক্ষা করে দেখে নিশ্চিত হন এটি সরকারি অস্ত্র।  

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। একইদিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪ 
এসএইচডি/জেএইচ 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।