ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আন্দোলনে নিহতদের জন্য রাজারবাগ কেন্দ্রীয় মসজিদে দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
আন্দোলনে নিহতদের জন্য রাজারবাগ কেন্দ্রীয় মসজিদে দোয়া

ঢাকা: সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা ও পুলিশসহ নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া হয়েছে।  

শুক্রবার (১৬ আগস্ট) বাদ জুমা রাজারবাগে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে দেশের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করা হয়। সঙ্গে সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা ও পুলিশসহ নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।  

দোয়া মাহফিলে উপন্থিতি ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।  

এছাড়া পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশ সদস্যরা এবং বিপুলসংখ্যক মুসল্লি এ দোয়া মাহফিলে শরিক হন।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ