ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিককে কুপিয়ে জখম করায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
সাংবাদিককে কুপিয়ে জখম করায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার অভিযুক্ত ইসাজ রহমান শিকদার

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পিরোজপুর দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি মো. শফিকুল ইসলাম মাসুদের ওপর হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতা ইসাজ রহমান শিকদার গ্রেপ্তার।  

শুক্রবার (১৬ আগস্ট) সেনাবাহিনী ও থানা পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, বুধবার রাতে উপজেলার ঘোষেরহাট বাজারে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের নেতা পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও সংবাদকর্মী শফিকুল ইসলাম মাসুদের ওপর হামলা করেন ছাত্রলীগ নেতা ইসাজ রহমান শিকদারসহ অন্যরা। এ ঘটনায় এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ ঘটনায় শুক্রবার আহত ছাত্র মাসুদের পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেছেন।

ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, উপজেলা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মারুফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক জনকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।