গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেনটির পেছনের বগি লাইনচ্যুত হয়।
জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার হানিফ মিয়া জানান, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে পদ্মা এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি গাজীপুরের সালনা এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে ট্রেনের পেছনের লাইনচ্যুত বগিটি রেখেই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনার পর ঢাকার সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বগিটি সরিয়ে নিতে উদ্ধারকারী টিম খবর দেওয়া হয়েছে। এর মধ্যে জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে চিত্রা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস দুটি ট্রেন আটকা আছে। বগিটির সরিয়ে নেওয়ার পর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে ট্রেনের বগি লাইনচ্যুত হলেও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
আরএস/আরবি