ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

১৫ আগস্ট উপলক্ষে খেলাঘরের শোকসভা অনুষ্ঠিত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
১৫ আগস্ট উপলক্ষে খেলাঘরের শোকসভা অনুষ্ঠিত 

ঢাকা:  ১৫ আগস্ট উপলক্ষে শোকসভার আয়োজন করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।

শুক্রবার (১৬ আগস্ট) রাজধানীর নিউ ইস্কাটনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ শোক সভার আয়োজন করে।

শোকসভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও বঙ্গবন্ধুর জীবনী পাঠ করেন সুরাইয়া।

খেলাঘর কেন্দ্রীয়  কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস রত্না'র সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী, কামাল চৌধুরী, হান্নান চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর সাহা, নসরু কামাল খান, শিল্পী রহমান, সদস্য সাইফুদ্দিন আহমেদ শোভন, ফকরুল ইসলাম, শহীদুল ইসলাম শান্ত, অরফিয়াস চৌধুরী, সামিনা জাহান, জাতীয় পরিষদ সদস্য রফিকুজ্জামান নয়ন ও মো. আদেল।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪ 
ইএসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ