কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৮ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দুবাই প্রবাসী সরওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম (৪০) মেয়ে ময়না (১২)ও নাতনি মাহি (৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয় জানান, ভারী বর্ষণের ফলে রোববার ভোরে বাড়ির উপর পাহাড় ধসে পড়ে। এতে সকালে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজন মো. আব্দুল্লাহ জানান, প্রতিদিনের মত শনিবার রাতেও ঘুমে ছিলেন। ভোর রাতের দিকে হঠাৎ পাহাড় ধস হলে কংক্রিটের দেয়াল ভেঙে পাহাড় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয়রা চাপা পড়া অবস্থা থেকে তাদের লাশ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা,আগস্ট ১৮,২০২৪
এসবি/এমএম