ঢাকা: সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল আটক হয়েছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তাদের আটক করে।
তাজুলকে রাজধানীর গুলশান, আহমদ হোসেনকে ঢাকার রামপুরা এবং সোহায়েলকে বনানী থেকে আটক করা হয়েছে। তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো.ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা এখনো জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এমএমআই/আরএইচ