ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অপরাধে দিনাজপুর সদরের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী দুলালের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২১ আগস্ট) দুদকের সহকারী পরিচালক মো. নূর আলম বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরে মামলাটি দায়ের করেন।
জানা গেছে, বর্তমানে প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী ৯৩ লাখ ৪০ হাজার ৩০৪ টাকা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখার অপরাধে ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এসএমএকে/এসআইএস