ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, সেনাবাহিনীর আশ্বাসে প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, সেনাবাহিনীর আশ্বাসে প্রত্যাহার

ঢাকা: রাজধানীর মিরপুর ১১ নম্বরে রিও ফ্যাশনের শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা আদায়ের দাবিতে সড়ক অবরোধ করেন। পরে সেনাবাহিনীর আশ্বাসে আন্দোলনরত শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।

 

বুধবার (২১ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ডের প্রধান সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা।

জানা যায়, জুলাই মাসের বেতন না পাওয়ার কারণে তারা এ আন্দোলনে নামেন। অবশেষে সেনাবাহিনীর আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে গার্মেন্টসে ফিরে যান।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, ফ্যাক্টরিটি বিগত ১০-১২ বছর ধরে যৌথভাবে পরিচালনা করে আসছিল কিন্তু এক বছর ধরে মালিক পক্ষ থেকে আলাদা হওয়ায় রিও ডিজাইন এবং রিও ফ্যাশন আলাদা হওয়ায়। রিও ডিজাইনের মালিক আমাদের বেতন ভাতা পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন। গত ঈদুল ফিতর থেকে আমাদের বেতন ভাতা ঠিকমতো পরিশোধ করতে পারে না। গত ৩ থেকে ৪ মাস কয়েক দফায় পরিশোধ করলেও, গত জুলাই মাসের বেতন এখনো পরিশোধ করতে পারেনি। বর্তমানে মালিক ফ্যাক্টরিতে আসেন না। তাই আমরা আজকে বেলা সোয়া ১১টার দিকে সড়কে নামতে বাধ্য হই। আমাদের বেতন খুব দ্রুত পরিশোধ করতে হবে।  

ওই সময় তাদের মিরপুর ১১ বাসস্ট্যান্ডের প্রধান সড়কের দুইপাশ বন্ধ করে রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।