ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনার সাবেক জেলার ও জেল সুপারের নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
খুলনার সাবেক জেলার ও জেল সুপারের নামে মামলা

খুলনা: খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী বাদী হয়ে খুলনার সদ্য সাবেক জেলার, জেল সুপার ও ফার্মাসিস্টকে আসামি করে মামলা করেছেন।  

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে  অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালত, খুলনার বিচারক মো. আনিসুর রহমান মামলাটি গ্রহণ করেছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিবি ডিসিকে তদন্তভার দিয়েছেন আদালত। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

আসামিরা হলেন সদ্য সাবেক খুলনার জেলার এ. জি. মাহমুদ (৫০), সাবেক জেল সুপার রফিকুল ইসলাম কাদের (৪৮) ও ফার্মাসিস্ট আতাউর রহমান পারভেজ (৪৫)।

গত ৩ মে বিকেল ৩টার দিকে খুলনা জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার সুযোগ দেননি আসামিরা। বরং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে।

গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার মামলায় জামিন নামঞ্জুর করে বিএনপি নেতা এসএম মনিরুল হাসান বাপ্পীকে জেলহাজতে পাঠানো হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।