ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জ থেকে অপহৃত শিশু দিনাজপুরে উদ্ধার

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
মানিকগঞ্জ থেকে অপহৃত শিশু দিনাজপুরে উদ্ধার শিশু অপহরণের অভিযোগে আটক ২ নারী

মানিকগঞ্জ: মানিকগঞ্জে অপহরণের ২৪ ঘণ্টা পর খাদিজা আক্তার (৪) নামে এক শিশুকে দিনাজপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরের দিকে মানিকগঞ্জ অঞ্চলে সিপিসি-৩, র‌্যাব-৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অপহৃত শিশু খাদিজা আক্তার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চরতিল্লী এলাকার ফরিদ মিয়ার মেয়ে।

আটকরা হলেন-মানিকগঞ্জ সদর উপজেলার চর হিজুলী এলাকার মৃত আতাউর রহমানের মেয়ে আফরিন রেশমা(২২), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর এলাকার মৃত শরীফুল ইসলামের মেয়ে ঝুমুর (৩৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মানবপাচার চক্রের সক্রিয় সদস্য মানিকগঞ্জের সদর উপজেলার চর হিজুলী এলাকার আরফিন রেশমা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর এলাকার ঝুমুর। তারা বিভিন্ন জেলায় অস্থায়ীভাবে বাসা ভাড়া নিয়ে থাকতো শিশুদের অপহরণের টার্গেট করে। সে ধারাবাহিকতা আড়াইমাস আগে সদর উপজেলার জয়রা এলাকার একটি বাসা ভাড়া নেয়। শিশু খাদিজা আক্তারকে পুতুল, চকলেট কিনে দেওয়ার কথা বলে তাকে অপহরণ করে এবং তার মায়ের ফোন ও টাকা নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমদের মা তার ব্যবহৃত ফোনে কল দেয়, ফোন রিসিভ করে অপহরণকারী আফরিন রেশমা এবং দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের দাবিকৃত টাকা না দিলে ভারতে পাচার করে দেবে অথবা জানে মেরে ফেলবে। এ ঘটনায় ভিকটিমের মা মানিকগঞ্জ সদর থানায় একটি অপহরণ মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪,সিপিসি-৩ এবং র‌্যাব-১৩, সিপিসি-১ এর কোম্পানির একটি চৌকস দল অভিযান পরিচালনা করেন।  

গত ২৪ ঘণ্টার মধ্যে দিনাজপুর জেলার পার্বতীপুর এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপহরণকৃত শিশু খাদিজা আক্তারকে উদ্ধার করা হয়। অপহরণের সঙ্গে জড়িত থাকায় আফরিন রেশমা ও ঝুমুরকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৪ সিপিসি-৩ মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, গত ২৪ ঘণ্টার ভেতর অপহৃত শিকার শিশু খাদিজা আক্তারকে উদ্ধার করা হয় এবং অপহরণের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। আটকদের সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।