গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার সাইলটাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইন্টারনেট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মৃত ব্যবসায়ী গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকার বাসিন্দা আবুল হায়াত (১৯)।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী জানান, শ্রীপুর উপজেলার আবদার সাইলটাপাড়া এলাকায় বৃষ্টির মধ্যে আবুল হায়াত ইন্টারনেট সংযোগের ত্রুটির কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাওনা আলহেরা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোবারক হোসেন জানান, আবুল হায়াত নামে এক যুবকককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে মরদেহ স্বজনরা নিয়ে যান।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
আরএস/জেএইচ