ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে শেখ হাসিনাসহ ১৭৭ জনের নামে হত্যা মামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
না.গঞ্জে শেখ হাসিনাসহ ১৭৭ জনের নামে হত্যা মামলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে ফয়সাল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। এছাড়া মামলায় আরও ৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) নিহত ফয়সালের বাবা সোহরাব মিয়া বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় সাবেক প্রধামমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, সাবেক এমপি নজরুল ইসলাম বাবুসহ ১৭৭ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী জানান, গত ১৯ জুলাই বিকেলে আন্দোলন চলাকালীন সময়ে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কের ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনে মিছিল করার সময় মাথায় গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায় স্থানীয়রা।

পরবর্তীতে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল থেকে নিয়ে মরদেহ শনাক্ত করে নিয়ে আসে।

মামলায় বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।