ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ১৫    

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ১৫     ফাইল ফটো

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।  

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার নৈকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

বিষয়টি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন।  

তিনি জানান, এতে কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে পিরোজপুর থেকে ছেড়ে আসা বরিশালগামী বৈশাখী পরিবহন নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নৈকাঠি এলাকার জোমাদ্দার বাড়ির পুকুরে ডুবে যায়। এই ঘটনায় আহত কয়েক জনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  

আতাউর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এতে প্রাথমিকভাবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।