ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
হবিগঞ্জে ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা

হবিগঞ্জ: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ১৫ জনের পরিবারকে এক লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  

জেলা জামায়াতের পক্ষ থেকে শনিবার (২৪ আগস্ট) দুপুরে হবিগঞ্জ পৌরসভা মাঠে এ অর্থ সহায়তা দেওয়া হয়।

নিহতদের পরিবারের স্বজনদের হাতে এ অর্থ তুলে দেন জামায়াতে কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।  

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরী আমির মো. ফখরুল ইসলাম, সেক্রেটারি মো. শাহজাহান আলী, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য শাহীন আহমদ খান।  

হবিগঞ্জ জেলা আমির আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমদ ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. নজরুল ইসলামের যৌথ পরিচালনায় জেলা কর্মপরিষদ সদস্য ও বিভিন্ন উপজেলা আমির উপস্থিত ছিলেন।

অর্থ সহায়তা গ্রহণ করেছেন, নিহত সাদিকুর মিয়ার স্ত্রী জান্নাত বেগম, নয়ন মিয়ার মা ঝর্না বেগম, আকিবুর মিয়ার স্ত্রী রাকিবা আক্তার, আনাস মিয়ার ভাই রাজিব মিয়া, তোফাজ্জুল মিয়ার বাবা আব্দুর রউফ, আশরাফুল মিয়ার বাবা আব্দু নূর, মুজাক্কির মিয়ার স্ত্রী সুজিনা বেগম, নিহত সাংবাদিক সুহেল আখঞ্জির মেয়ে শিমু আখঞ্জি, হাসাইন মিয়ার বাবা সানু মিয়া, শফিকুল ইসলাম শামীমের স্ত্রী পিয়ারা বেগম, নাহিদুল ইসলামের ভাই নাইমুল ইসলাম, মামুনুল ইসলামের ভাই আমীর হামজা, মোনায়েম আহমদ ইমরানের স্ত্রী ইয়াসমিন বেগম, রিপন শীলের মা রুবি রাণী ও আজমত আলীর স্ত্রী রবিরুন বেগম।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।