ঢাকা, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে চিকিৎসা নিয়েছেন ৬৫ সাপেকাটা রোগী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
লক্ষ্মীপুরে চিকিৎসা নিয়েছেন ৬৫ সাপেকাটা রোগী ফাইল ফটো

লক্ষ্মীপুর: বন্যার পানির বাড়ার সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুরে সাপের উপদ্রব্য বেড়েছে। বিভিন্ন জনকে সাপে কাটার খবর পাওয়া গেছে।

শনিবার (২৪ আগস্ট) পর্যন্ত ৬৫ জন রোগী জেলা সদর হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল জানান, লক্ষ্মীপুর সদর হাসপাতালে গত কয়েকদিনে ৬৩ জন এবং রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে দুই জন সাপেকাটা রোগী চিকিৎসা নিয়েছেন। ছোবল দেওয়া সাপের মধ্যে বিষাক্ত এবং কম বিষাক্ত সাপ ছিল বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, বন্যাকবলিত জলাবদ্ধ এলাকায় মাঠে-ঘাটে কিংবা বাসাবাড়িতে কাজ করার সময় সাপ তাদের দংশন করে। অতি বৃষ্টি ও বন্যার কারণে এসব সাপ পানির সঙ্গে লোকালয়ে ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।