ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
সৈয়দপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিস মণ্ডল (৫৫) নামে এক আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 তার বাড়ি পার্বতীপুরের বেলাইচন্ডি ইউনিয়নের মজে হাজীপাড়া গ্রামে।

এলাকাবাসী জানান, শনিবার রাতে স্থানীয় চৌমহনী বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সৈয়দপুর-পার্বতীপুর সড়কে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন আরোহী আনিস মণ্ডল। পরে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথেই তিনি মারা যান।  

বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ নূর মোহাম্মদ রাজা বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।