ঢাকা, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে হত্যা-অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামিকে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
গাজীপুরে হত্যা-অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামিকে পিটিয়ে হত্যা

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাদগাতী এলাকায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে নিহত ওই ব্যক্তির বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত হলেন- তৌহিদুল ইসলাম রিমন (৩২)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাদগাতী এলাকার সাইদুল ইসলাম ওরফে মোসেল উদ্দিন মাস্টারের ছেলে। তার নামে হত্যা, অস্ত্র, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

এলাকাবাসী জানান, রিকশাযোগে তৌহিদুল ইসলাম রিমন বাড়ি ফিরছিলেন। এক পর্যায়ে তিনি ভাদগাতি মোড় পৌঁছালে শত্রুতার জেরে কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। পরে তৌহিদুল ইসলাম রিমনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তাকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে পার্শ্ববর্তী কুমারটেক তালতলা এলাকায় নিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। পরে সড়কের পাশে তৌহিদুল ইসলাম রিমনের মরদেহ ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।  

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, শুনেছি গণপিটুনিতে ওই যুবককের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের নামে হত্যা, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০২২, আগস্ট ২৫, ২০২৪
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।