ঢাকা, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাকরি স্থায়ী করণের দাবিতে নাসিকের কর্মচারীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
চাকরি স্থায়ী করণের দাবিতে নাসিকের কর্মচারীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে চাকরি রাজস্বভুক্ত ও স্থায়ী করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অস্থায়ী কর্মচারী ও কর্মকর্তারা।

রোববার (২৫ আগষ্ট) নগর ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এ সময় সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

এ সময় আন্দোলনকারীরা জানান, এসব অস্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের অনেকেই বিগত ৮-১০ বছর ধরে দায়িত্ব পালন করে আসছি। সিটি করপোরেশনের স্থায়ী কর্মকর্তাদের চেয়ে আমাদের পরিশ্রম কোনো অংশে কম না, সে তুলনায় বেতন অতি নগণ্য। এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এ স্বল্প বেতনে চলা বেশ মুশকিল। তাই আমরা চাকরি রাজস্ব ভুক্ত ও স্থায়ী করার দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।