ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

রোববার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

নিহতরা হলেন, খুলনার সামাদ আলী (৪০), সাকিবুর রহমান (৩৫), কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের তানিয়া আফরোজ (৩৫) ও সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মোতালেব শেখের ছেলে রইচ শেখ (২৪)। নিহত অপর জনের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকি জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত ও ২০ জন যাত্রী আহত হন। পরে আহতদের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।