ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাকরি স্থায়ীকরণের দাবি ডিসি-ইউএনও কার্যালয়ের অস্থায়ী গাড়িচালকদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
চাকরি স্থায়ীকরণের দাবি ডিসি-ইউএনও কার্যালয়ের অস্থায়ী গাড়িচালকদের

ঢাকা: চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধিনস্ত দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত গাড়িচালকরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘সব জেলা প্রশাসক কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দৈনিক ভিত্তিতে সব গাড়িচালক বৈষম্যবিরোধী ঐক্য পরিষদ’র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক মো. আরিফ হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড যেমন- নির্বাচন, উপ-নির্বাচন, ভ্রাম্যমাণ আদালত, প্রটোকল, অভিযান পরিচালনাসহ বিভিন্ন ধরনের প্রান্তিক দুর্যোগে কাজ করছি। বিশেষ করে করোনা মহামারীর সময়েও নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেছি। কিন্তু আমরা বিভিন্ন দপ্তরের স্থায়ী সরকারি গাড়িচালকদের মতো কোনো সরকারি সুযোগ-সুবিধা পাই না। আমাদের কোনো ওভার টাইম নেই। শুধুমাত্র নামমাত্র মজুরির ভিত্তিতে আমরা কাজ করছি। বর্তমান বাজারদর অনুযায়ী এ মজুরি দিয়ে পরিবার-পরিজন নিয়ে সমাজে বসবাস করার সুযোগ নেই।  

তিনি আরও বলেন, আমাদের মধ্যে অনেকেই প্রায় তিন বছর ধরে কোনো রকম বেতন-ভাতা পাচ্ছে না। আমরা প্রশাসন ক্যাডারে গুরুত্বপূর্ণ পদের সহযোগী হিসেবে থেকেও সব সরকারের কাছেই অবহেলিত। আমরা কথায় কথায় চাকুরিচ্যুত হওয়ার হুমকির পাই।  

ঝিনাইদহ জেলার মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক মো. সাইদ কাওছার বলেন, দীর্ঘদিন ধরে নামমাত্র মজুরিতে আমরা কাজ করছি। বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা দিয়ে যাচ্ছি। আমাদের কোনো ভবিষ্যৎ নেই। চাকরি অনিশ্চিত জেনেও নিরবচ্ছিন্নভাবে কাজ করছি। সব সময় পরিবার-পরিজনের ভবিষ্যৎ ভাবনাতে দুশ্চিন্তায় সময় কাটাতে হয়। সেজন্য আমাদের চাকরি দৈনিক মজুরিখাত থেতে রাজস্বখাতে স্থানান্তরের মাধ্যমে চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানাচ্ছি।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক মো. আলাউদ্দিন, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক আবু তালহাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার ডিসি ও ইউএনও অফিসের গাড়িচালকরা।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।