ঢাকা, শনিবার, ৬ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন উপদেষ্টা নাহিদ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন উপদেষ্টা নাহিদ 

ফেনী: ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো.নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। সরকারি তহবিল থেকে সেখানে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) ফেনীর শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারাত করে এ কথা বলেন তিনি।  

তিনি বলেন, আমরা আহতদের তাছে দ্রুত আর্থিক সহায়তা তুলে দিচ্ছি। দীর্ঘ মেয়াদে আহত-নিহতদের পরিবারদের আর্থিক সহায়তা ও কর্মসংস্থান ও পুনর্বাসনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।  

জুলাই আন্দোলনের সবগুলো বিষয় ডকুমেন্টেশন করা হচ্ছে বলেও জানান তিনি।

ফুলগাজীর উত্তর আনন্দপুরের শহীদ ইশতিয়াক হোসেন শ্রাবণের কবর জিয়ারতের সময় আরো উপস্থিত ছিলেন, ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান ও শ্রাবণের পিতা নেসার আহমেদ।  

৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে ইশতিয়াক হোসেন শ্রাবণ শহীদ (নিহত) হন।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
এসএইচডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।