ঢাকা, শনিবার, ৬ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে থানার ভেতর থেকে শটগান উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
হবিগঞ্জে থানার ভেতর থেকে শটগান উদ্ধার

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর মডেল থানার ভেতরে পরিত্যক্ত স্থান থেকে একটি আগ্নেয়াস্ত্র (শটগান) উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় থানার পেছনে ও অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের সামনের পরিত্যক্ত স্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

দুপুরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ সদস্যরা বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় শটগানটি দেখতে পান। সেটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এর ভেতরে গুলি ছিল না।

অস্ত্রটি দেখে ‘অচল’ মনে হচ্ছে উল্লেখ করে ওসি বলেন, গণঅভ্যুত্থানের হবিগঞ্জে পুলিশের কয়েকরকম অস্ত্র লুট হয়েছিল; তবে কোনো শটগান খোয়া যায়নি। থানা কম্পাউন্ডের ভেতরে পাওয়া অস্ত্রটি কার এ নিয়ে তদন্ত হবে এবং আদালতের আদেশ অনুযায়ী এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পুলিশ জানায়, ৫ আগস্ট গণআভ্যুত্থানের দিন হবিগঞ্জের বানিয়াচং থানা থেকে পাঁচ প্রকারের ১৩টি অস্ত্র, ২১টি ম্যাগাজিন ও নানারকম ২ হাজার ১৯৭ রাউন্ড গোলাবাদরুদ খোয়া যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুটি অস্ত্র ও বেশকিছু গোলাবারুদ্ধ উদ্ধারের বাকি আছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।