ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩১, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাজিরায় বাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
জাজিরায় বাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলায় টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা মামলায় ছেলে ফারুক মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের ডুবিসায়বর এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর বিকেলে ফারুক মোল্লা তার বাবা হানিফা মোল্লা ও মা গোলাপজান বিবির কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় বাবা হানিফা মোল্লাকে গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করেন। এ সময় ছেলের কাছ থেকে স্বামীকে ছাড়াতে গেলে মা গোলাপজান বিবিকে পিটিয়ে আহত করেন। মা-বাবার চিৎকারে বোন পারুল এড়িয়ে এলে তাকেও পিটিয়ে আহত করেন ফারুক। গুরুতর আহত অবস্থায় হানিফা মোল্লা, গোলাপজান বিবি ও পারুল আক্তারকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হানিফা ও গোলাপজানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এরপর ওই দিন রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হানিফা মোল্লার মৃত্যু হয়।

এ ঘটনায় শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিহত হানিফা মোল্লার স্ত্রী গোলাপজান বিবি বাদী হয়ে ছেলে ফারুক মোল্লাকে আসামি করে জাজিরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ফারুককে গ্রেপ্তার করে পুলিশ।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, ডুবিসায়বর এলাকায় টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার দায়ে মা বাদী হয়ে ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর আমরা অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুককে গ্রেপ্তার করতে সক্ষম হই।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।