ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে বালুর ঘাট দখলকে কেন্দ্র করে আ. লীগ নেতার গাড়িতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
কালিহাতীতে বালুর ঘাট দখলকে কেন্দ্র করে আ. লীগ নেতার গাড়িতে আগুন

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে বালুর ঘাট নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগে নেতা সাবেক ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারের গাড়িতে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গোহালিয়া বাড়ি ইউনিয়নের বেনুদ লুহুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এসময় ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আরেক আওয়ামী লীগ নেতা হামলাকারীদের ভয়ে দৌড়ে পালিয়ে যান।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা হযরত আলী তালুকদার দীর্ঘদিন ধরে বালু বিক্রি করে আসছেন। আজ সকালে হযরত আলী তালুকদারের বালুর ঘাটে প্রতিপক্ষ গ্রুপ অতর্কিত হামলা চালায়। রাতে হযরত আলী তালুকদার ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হাইসহ কয়েকজন বালুর ঘাটের অফিস কক্ষে বসেছিলেন। পুনরায় হঠাৎ কয়েকজন এসে অফিস কক্ষে হামলা চালায় এবং বাইরে থাকা হযরত তালুকদারের হাইজ মাইক্রোবাসে আগুন ধড়িয়ে চলে যান।

তবে হযরত আলী তালুকদারের দাবি স্থানীয় বিএনপি নেতা বাবুল তালুকদারের নেতৃত্বেই এ হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানান, ঘটনার বিস্তারিত পরে জানানো যাবে।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।