ঢাকা, রবিবার, ৭ আশ্বিন ১৪৩১, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাসচাপায় মোটরসাইকেল চালকের পর আরোহীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
বাসচাপায় মোটরসাইকেল চালকের পর আরোহীর মৃত্যু

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়া গতির বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যুর কয়েক ঘণ্টার মাথায় আহত আরোহীরও মৃত্যু হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।

এরআগে শনিবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মোটরসাইকেল চালক ও গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরী মহল্লার জামাল মাঝির ছেলে লাভলু মাঝি (৩৫) এবং মোটরসাইকেল আরোহী ও উপজেলার রাজাপুর নন্দনপট্টি গ্রামের সফি মৃধার ছেলে সেন্টু মৃধা (৪০)।

স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বেপরোয়া গতির বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী বাসের নিচে চাপা পড়েন। খবর পেয়ে গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, আহতদের মধ্যে মোটরসাইকেল চালক লাভলু মাঝিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত সেন্টু মৃধাকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে সেন্টু মৃধা মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।