ঢাকা, সোমবার, ৮ আশ্বিন ১৪৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১৩ ঘণ্টা পর মিলল নিখোঁজ জেলের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
১৩ ঘণ্টা পর মিলল নিখোঁজ জেলের মরদেহ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মোহাম্মদ রাসেল (২০) নামে এক জেলের মরদেহ উদ্ধার হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী নৌঘাট থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

রাসেল বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার ইসহাক আহমদের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

মৃতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রোববার সন্ধ্যা ৬টায় রাসেল স্থানীয় কয়েকজন জেলকে নিয়ে জাহাজপুরা নৌঘাট সংলগ্ন সাগরে মাছ ধরতে যান। এক পর্যায়ে স্রোতের টানে ভেসে যান তিনি। পরে অন্যান্য জেলেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

সোমবার সকালে শিলখালী নৌঘাট সংলগ্ন সাগরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।