ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাবেক এমপি এনামুল কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
সাবেক এমপি এনামুল কারাগারে

রাজশাহী: রাজধানী ঢাকার আদাবর থেকে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার এনামুল হককে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর আদালতে তোলা হয়।

এ সময় তার পক্ষের আইনজীবী আদালতে জামিন আবেদন করেন। কিন্তু শুনানি শেষে আদালতের বিচারক মো. হাদিউজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করেন এবং এনামুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাজশাহী জেলা পুলিশের কোর্ট পরিদর্শক আমান উল্লাহ জানান, সাবেক সংসদ সদস্য এনামুল হকের নামে গত ৫ আগস্ট রাজশাহীর বাগমারা উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাকে আদালতে তোলা হয়েছিল।

এ সময় আসামিপক্ষের আইনজীবী তার জন্য জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নাকচ করে দেন এবং তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এনা গ্রুপের চেয়ারম্যান। তিনি এ আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হন। কিন্তু নিজ দলের প্রার্থীর কাছেই পরাজিত হন। তবে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি গা ঢাকা দেন। ১৬ সেপ্টেম্বর রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তাকে রাজশাহীতে নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।