ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নদীতে সাঁতার শেখাতে গিয়ে বাবা-মেয়ে নিখোঁজ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
নদীতে সাঁতার শেখাতে গিয়ে বাবা-মেয়ে নিখোঁজ 

মানিকগঞ্জ: মানিকগঞ্জে ধলেশ্বরী নদীতে সাঁতার শিখতে গিয়ে এক শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয়েছে তার বাবাও।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালের এমন তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।  

নিখোঁজরা হলো- উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর এলাকার বাসিন্দা মহিদুর রহমান ও তার মেয়ে রাফা আক্তার (১১)।  

সিংগাইর ফায়ার সার্ভিসের লিডার রতন আলী বলেন, বুধবার সকাল ৭টার দিকে মেয়ে রাফাকে দুটি বোতল দিয়ে সাঁতার শেখাতে ধলেশ্বরী নদীতে যান মহিদুর রহমান। পরে বোতলের মুখ খুলে ভেতরে পানি প্রবেশ করলে শিশু রাফা পানিতে তলিয়ে যায়। এটা দেখে মেয়েকে উদ্ধার করতে গেলে বাবও নিখোঁজ হন।  

তিনি আরও বলেন, খবর পেয়ে আরিচা স্থল কাম নদী বন্দর ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল এসেছে এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।