ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারতে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে শিবচরে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
ভারতে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে শিবচরে বিক্ষোভ ওলামা ঐক্য পরিষদের আয়োজনে শিবচরে বিক্ষোভ মিছিল

মাদারীপুর: বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটূক্তির প্রতিবাদ ও তার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণের বিচারের দাবিতে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ওলামা ঐক্য পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৭১ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবচর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ।

সমাবেশের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর।  

সমাবেশে আরও বক্তব্য রাখেন, শিবচর জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম কওমি মাদরাসা মুহতামিম হযরত মাওলানা আকরাম হুসাইন সাহেব,  তালুকদার কান্দি মাদরাসা মুহতামিম হযরত মাওলানা শাহ আলম তালুকদার, জামিয়াতুস সুন্নাহ মাদরাসা মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী, এমদাদুল উলুম কওমি মাদরাসা মুহতামিম মাওলানা নাসির উদ্দীন মোল্লাসহ অনেকেই।  

সমাবেশে বক্তারা ভারতে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি জানান।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, ‘আপনারা ক্ষমতায় আছেন, আপনাদের রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করতে হবে। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।