ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত দুই

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ভ্যানের সারিতে কাভার্ডভ্যানের ধাক্কায় আব্দুল গোফফার (৬৮) ও আনোয়ার হোসেন (৫০) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

 

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঘোড়াঘাট থানার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের রানীগঞ্জ বাজারের মাছ হাটীর সামনে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি ও তার চালককে আটক করেছে পুলিশ।

নিহত গোফফার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমারপুর চত্বরা গ্রামের বাসিন্দা এবং আনোয়ার হোসেন দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের বাসিন্দা। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আটক কাভার্ডভ্যান চালক হলেন দিনাজপুর শহরের রামনগর এলাকার শেখ ওসমানের ছেলে সিদ্দিক (৪০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দিনাজপুরগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট- ১৮-৬৪০৯) নিয়ন্ত্রণ হারিয়ে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে রাস্তার পাশে রাখা আটটি প্যাডেল চালিত ভ্যানকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে আব্দুল গফফার নিহত হন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।  

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।