ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
নরসিংদীতে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।  

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মরজাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকার আখতারুজ্জামানের ছেলে সিফাত (২৬), একই এলাকার ইকবাল ফকিরের ছেলে সোহেল ফকির (২৮)। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে ফ্রেশ কোম্পানির একটি কাভার্ডভ্যান মরজাল হাইওয়ে সড়ক হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এদিকে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে সিফাত ও সোহেল ফকির সড়ক পার হচ্ছিলেন। এসময় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যান জব্দ করে কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।