ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ‘আশা’ সদর ব্রাঞ্চে ডাকাতি

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
মৌলভীবাজারে ‘আশা’ সদর ব্রাঞ্চে ডাকাতি গ্রিল কেটে প্রবেশ করে ডাকাতরা। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের কাজিরগাঁও এলাকায় মাইক্রোক্রেডিট এনজিও সংস্থা ‘আশা’ সদর ব্রাঞ্চে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে ঘটনাটি ঘটে।

আশার সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. আমিরুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে প্রথমে পশ্চিম পাশের গ্রিল ভেঙে বারান্দায় প্রবেশ করে ডাকাতরা। পরে তারা ওই পাশের দরজা ভাঙতে না পেরে দক্ষিণ পাশের লোহার গেইট ও এর পেছনে থাকা দরজা ভেঙে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। ডাকাতরা তাকে দেশীয় অস্ত্রের  মুখে জিম্মি করে একটি বাথরুমে আটকে রাখে। এসময় অফিসে থাকা অপর চারজনকে রশি দিয়ে হাত বেঁধে পৃথক দুটি কক্ষে আটকে রাখে।

তারা হলেন, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হিমাদ্রি শেখর বৈদ্য, অডিটর শফিকুল ইসলাম, রিজওনাল ম্যানেজার আসকির মিয়া, লোন অফিসার জাহাঙ্গির আলম। জিম্মি পাঁচজনই অফিস লাগোয়া কক্ষে বসবাস করতেন।

এসময় ডাকাত দল বিভিন্ন কক্ষ তল্লাশি করে ও কয়েকটি আলমারি ভেঙে নগদ ৩৯ হাজার ৫০০ টাকা নিয়ে যায়।

ডিভিশনাল ম্যানেজার বলেন, ভেতরে তিনজন ডাকাত প্রবেশ করে ও বাইরে আরও তিন-চারজন পাহারায় ছিল। পরে ডাকাত দল ভৈরবগঞ্জ বাজারে তাদের অপর ব্রাঞ্চে ডাকাতির চেষ্টা করে।

এর আগে ১৪ সেপ্টেম্বর কামালপুর বাজার ব্রাঞ্চে ডাকাতি হয়। এছাড়া ২৪ সেপ্টেম্বর আমতৈল ব্রাঞ্চেও ডাকাতির চেষ্টা করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ডাকাতি নয় এটি একটি চুরির ঘটনা। আমরা এ বিষয়ে কাজ করছি।

সময়: ২১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
বিবিবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।