ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে দুর্বৃত্তদের হামলায় বিদ্যালয়ের নৈশপ্রহরী খুন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
ময়মনসিংহে দুর্বৃত্তদের হামলায় বিদ্যালয়ের নৈশপ্রহরী খুন 

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় মো. আরমান হোসেন (২৪) নামে এক নৈশপ্রহরী খুন হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ব‍্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

মঙ্গলবার (১ অক্টোবর) ভোর রাতে জাটিয়া উচ্চ বিদ্যালয়ে কর্মরত অবস্থায় এ ঘটনা ঘটনা ঘটে।  

নিহত আরমান হোসেন স্থানীয় বাসিন্দা মো. লোকমান হোসেনের ছেলে। ২০২১ সালের ১২ ডিসেম্বর তিনি জাটিয়া উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে যোগদান করেন।  

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, প্রতিদিনের মতো বিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন আরমান। ভোর রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে আহত আরমানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নিহতের মা শামছুন্নাহার বলেন, আমার ছেলেকে খুন করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।  

ওসি আরও জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কেন বা কী কারণে এই হত‍্যাকাণ্ড তা জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ইতোমধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।