ঢাকা, বুধবার, ১৭ আশ্বিন ১৪৩১, ০২ অক্টোবর ২০২৪, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন গ্রেপ্তার 

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন গ্রেপ্তার 

নেত্রকোনা: নাশকতাসহ বিস্ফোরক আইনের দুটি মামলার আসামি নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ শহর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শাওনকে আটকে অভিযান চালানো হয়।

নেত্রকোনা মডেল থানায় দায়ের নাশকতাসহ বিস্ফোরক আইনের দুইটি মামলায় সাত দিনের পুলিশি হেফাজত (রিমান্ড) চেয়ে আজ (২ অক্টোবর) বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

ওসি আরও জানান, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে দায়ের করা মামলাগুলোর বাদী পৌর শহরের কাটলি এলাকার আল-আমিন ও সদর উপজেলার বামনমোহা গ্রামের বাসিন্দা সাদেক মিয়া।

এই মামলায় নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান লিটন এবং নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ আলী খান খসরুকেও আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।