ঢাকা, বুধবার, ১৭ আশ্বিন ১৪৩১, ০২ অক্টোবর ২০২৪, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদা দাবির ঘটনায় দুই ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
চাঁদা দাবির ঘটনায় দুই ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

ঢাকা: রাজধানীর ওয়াইজঘাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো ভোলার শশী ভূষন থানার সাবেক চেয়ারম্যান মাহবুব আলম খোকন, ভোলার চরফ্যাশন কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. জাহিদ হাসান ও শশী ভূষন থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।

বুধবার (২ অক্টোবর)  ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল মঙ্গলবার ডিএমপির কোতয়ালী থানা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। মামলার বাদি বিএনপি নেতা মো. মনির হোসেনের দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার করা হয়।  

মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট সকালে কোতয়ালী থানার ওয়াইজঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার জন্য বিএনপির  ৩০/৩৫ জন নেতা কর্মী  কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে গুরুতর জখম করে। এরপর বিএনপির নেতাকর্মীদের ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি, চর থাপ্পর দেয়। এক পর্যায়ে মো. জাবেল হোসেন পাপন বাদীকে পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। বিএনপি নেতা মো. মনির হোসেন প্রাণ বাঁচাতে আসামিদের নগদ ১০ লাখ টাকা দিয়ে ছাড়া পান। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা রুজু করেন মনির হোসেন। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
এজেডএস/এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।