ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে মাটির নিচে মিলল ১১৬ রাউন্ড গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
গোমস্তাপুরে মাটির নিচে মিলল ১১৬ রাউন্ড গুলি উদ্ধার হওয়া গুলি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাটির নিচ থেকে ১১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার আলিনগর ইউনিয়ন দিয়ারাপাড়া থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বুধবার দুপুরে ওই গ্রামের মৃত তামাজুল আলীর ছেলে আব্দুল লতিফ গোয়াল ঘর তৈরির জন্য তার বাড়ির পাশে আমবাগানে মাটি খনন করতে যান। একপর্যায়ে মাটির নিচে গুলিগুলোর সন্ধান পান। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ১১৬ রাউন্ড গুলি ও ১৯টি গুলির খোসা জব্দ করে। এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৭৪৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।