ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নলছিটিতে উপজেলা শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
নলছিটিতে উপজেলা শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩ প্রতীকী ছবি

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- নলছিটি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রিপন, সদস্য এনামুল হক নান্টু ও কুশংগল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান সরদার।

নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, সদর থানার একটি মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।