ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্যবসায়ী রাসেল হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
ব্যবসায়ী রাসেল হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যায় ব্যবসায়ী রাসেল হত্যা মামলার অন্যতম আসামি মনির হোসেনকে (৩০) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  

রোববার (৬ অক্টোবর) বিকেলে মাদারীপুর র‍্যাব-৮ এর অধিনায়ক মীর মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনির উপজেলার ইসলামপুর ইউনিয়নের কানাইকাঠি এলাকার মোতালেব ফকিরের ছেলে।

র‍্যাব জানায়, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকায় সেলুনে বসে কুপিয়ে গুরুতর জখম করা হয় ব্যবসায়ী রাসেল সরদারকে। পরে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার দুইদিন পর রাসেল সরদারের ভাই ওয়াসিম সরদার ড্যামুডা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে গত শনিবার রাতে এ মামলার অন্যতম আসামি মনির হোসেনকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আমবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৮ ও র‍্যাব-১০ এর একটি অভিযানিক দল।  

এ ব্যাপারে মাদারীপুর র‍্যাব-৮ এর অধিনায়ক মীর মনির হোসেন বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। এ ঘটনায় মামলা হলে গোপন সংবাদের ভিত্তিতে অন্যতম আসামি মনির হোসেনকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাকে ডামুড্যা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।