ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
চকরিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত ও নয়জন আহত হয়েছেন।  

সোমবার (৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঝরঝরি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

 

চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক মোহাম্মদ শাহিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহত শিশু মারিয়া (৬ মাস) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহছনিয়াকাটা এলাকার নুরুল আমিনের মেয়ে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে চালকসহ পাঁচজন অটোরিকশার যাত্রী ও চারজন বাসের যাত্রী বলে জানান হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।

শাহিন মিয়া বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ঝরঝরি ব্রিজ এলাকায় চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে এক শিশুর মৃত্যু ও উভয় গাড়ির নয়জন আহত হন।

পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছেন।

হাইওয়ে থানার পরিদর্শক জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহত শিশুর মরদেহ নিজের বাড়িতে রয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান শাহিন মিয়া।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৪
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।