ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

এবার কারাগার থেকে ওসমানী হাসপাতালে ভর্তি সাবেক মন্ত্রী মান্নান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
এবার কারাগার থেকে ওসমানী হাসপাতালে ভর্তি সাবেক মন্ত্রী মান্নান

সিলেট: এবার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (০৮ অক্টোবর) সকাল সোয়া ১০ টায় হাসপাতালের তৃতীয় তলার ১৩ নম্বর কেবিনে ভর্তি করা হয় তাকে।

 

এর আগে ৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, সাবেক মন্ত্রী এম এ মান্নানকে বার্ধক্য জনিত কারণসহ অন্যান্য অসুস্থতায় কারাগার থেকে হাসপাতাল পাঠানো হয়। তবে চিকিৎসকরা তার অবস্থা দেখে ভর্তি করার পরামর্শ দেন।  

মেডিসিন বিভাগের প্রধান ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে প্রধান করে তার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হবে বলেও জানান সৌমিত্র চক্রবর্তী।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, চিকিৎসকরা এম এ মান্নানের পরীক্ষা নিরীক্ষা করছেন। তার ব্যাপারে পরবর্তীতে করণীয় বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে জেনে জানাবো।

এর আগে ৫ অক্টোবর সুনামগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে পড়েন আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।  

গত ১৯ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে শান্তিগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
এনইউ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।