ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাসচাপায় অটোরিকশাচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
বগুড়ায় বাসচাপায় অটোরিকশাচালক নিহত প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় মিজানুর রহমান মজনু (৩৮) নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।

শনিবার (১২ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর বগুড়া শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা এলাকার কলিম উদ্দিনের ছেলে।  

জানা গেছে, মজনু তার অটোরিকশা নিয়ে বগুড়া থেকে শেরপুরের দিকে যাচ্ছিলেন। পথে দুপুর পৌনে ১২টার দিকে নয়মাইল এলাকায় রাস্তার ওপরে থাকা একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা লেগে তার অটোরিকশাটি উল্টে যায় এবং তিনি ছিটকে পড়ে যান। এ সময় পেছনে থাকা একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মজনুর মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আল-আমিন জানান, মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
কেইউএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।