ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বিরুলিয়া বটতলা ঘাটে চোখের জলে দেবী দুর্গার বিসর্জন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
বিরুলিয়া বটতলা ঘাটে চোখের জলে দেবী দুর্গার বিসর্জন ছবি: জি এম মুজিবুর

ঢাকা: রাজধানীর মিরপুর সংলগ্ন সাভারের বিরুলিয়া বটতলা ঘাটে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। মিরপুরের নবাববাগ, স্লুইসগেট, আগারগাঁও ও শ্যামলীসহ মোট চারটি প্রতিমা বিষর্জন দেওয়া হয় এখানে।

 

রোববার (১৩ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব শেষে ভক্তরা চোখের জলে এসব প্রতিমা বিষর্জন দেন।

সাভারের বিরুলিয়া বিসর্জন দেওয়া চারটি প্রতিমা হলো- গড়ান চটবাড়ি শ্রী শ্রী সার্বজনীন দুর্গা পূজা মন্দিরের প্রতিমা, শ্যামলীর সার্বজনীন দুর্গা পূজা মন্দিরের প্রতিমা, আগারগাঁও ও  মিরপুর স্লুইসগেটের দুর্গা প্রতিমা।

এসব এলাকায় দুর্গা পূজা সেনাবাহিনী, পুলিশ ও আনসারের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সম্পন্ন হয়েছে। শুরু থেকে মণ্ডপগুলোতে প্রশাসনের কঠোর উপস্থিতি ও কড়া নজরদারি ছিল।

পূজার পঞ্চম দিনে মিরপুরের বেড়িবাঁধ এলাকার মণ্ডগুলোতে দেখা যায় পুলিশ শেষ সময় পর্যন্ত অবস্থান করছে।

গড়ান চটবাড়ি শ্রী শ্রী সার্বজনীন দুর্গা পূজা মন্দিরের সামনে তিনস্তরে পুলিশ, সেনাবাহিনী ও আনসারের সমন্বয়ে পাহারা দিচ্ছে।  

এ স্পটে  অবস্থানরত ঢাকা মহানগর পুলিশের এএসআই তারা মিয়া জানান, পূজা সম্পন্ন হওয়ার পথে যাতে কোনো বিঘ্ন না ঘটে এ জন্য আমরা পুলিশ, সেনাবাহিনী ও আনসার দায়িত্ব পালন করছি। কোনো সমস্যা হয়নি। সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

পূজা মণ্ডপে পুলিশ-সেনাবাহিনী ও আনসারের নিরাপত্তায় আয়োজকরা খুশি।  

মণ্ডপের পূজার অন্যতম আয়োজক মানিক চন্দ্র বলেন, আমরা ভালোভাবে পূজা সম্পন্ন করেছি। আমাদের কারো কারো মধ্যে কিছুটা ভয় থাকলেও আর্মি, পুলিশ ও আনসারের উপস্থিতিতে সব ভয় কেটে গিয়েছিল। নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে পেরেছি।  

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
জেডএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।