ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

প্লাস্টিকের বিকল্প ব্যবহারে ১০ নির্দেশনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
প্লাস্টিকের বিকল্প ব্যবহারে ১০ নির্দেশনা

ঢাকা: একবার ব্যবহার করে ফেলে দেওয়া পলিথিন ব্যবহারে পরিবেশের ক্ষতি রোধে দশ নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানে এ নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।

সম্প্রতি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সামীম আহসান স্বাক্ষরিত এক নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়েছে, প্লাস্টিকের ব্যাপক ব্যবহারজনিত দূষণ, বিশেষ করে একবার ব্যবহার করে ফেলে দেওয়ার উপযোগী সামগ্রী পরিবেশকে মারাত্মক দূষিত করছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ‘সিঙ্গেল ইউজ’ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা কর্তৃক আধা-সরকারিপত্রের মাধ্যমে সিঙ্গেল ইউজ প্লাস্টিকসামগ্রী ব্যবহারের পরিবর্তে বিকল্প পণ্যসামগ্রী ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনাগুলো হলো:

১. প্লাস্টিকের ফাইল, ফোল্ডারের পরিবর্তে কাগজ বা পরিবেশবান্ধব অন্য সামগ্রীর তৈরি ফাইল ও ফোল্ডার ব্যবহার।

২. প্লাস্টিক ব্যাগের পরিবর্তে কটন বা জুট ফেব্রিকের ব্যাগ ব্যবহার।

৩. প্লাস্টিকের পানির বোতলের পরিবর্তে কাচের বোতল ও কাচের গ্লাস ব্যবহার।

৪. প্লাস্টিকের ব্যানারের পরিবর্তে কটন বা জুট ফেব্রিক বা বায়োডিগ্রেডেবল উপাদানে তৈরি ব্যানার ব্যবহার।

৫. দাওয়াতপত্র, ভিজিটিং কার্ড ও বিভিন্ন ধরনের প্রচারপত্রে প্লাস্টিকের লেমিনেটেড পরিহার করা।

৬. বিভিন্ন সভা বা সেমিনারে সরবরাহকৃত খাবারের প্যাকেট যেন কাগজের হয় ও পরিবেশবান্ধব হয় সেটি নিশ্চিত করা।

৭. একবার ব্যবহার্য প্লাস্টিকের প্লেট, গ্লাস, কাপ, কাটলারিসহ সব ধরনের পণ্য পরিহার করা।

৮. প্লাস্টিকের কলমের পরিবর্তে পেনসিল বা কাগজের কলম ব্যবহার।

৯. বার্ষিক প্রতিবেদনসহ সব ধরনের প্রকাশনায় লেমিনেটেড মোড়ক ও প্লাস্টিকের ব্যবহার পরিহার করা।

১০. ফুলের তোড়াতে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।